স্কুলছাত্রীকে কুপিয়ে মারল চাচাতো ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৮ জুলাই ২০২০
ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে শাপলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় শাপলার মা আমিনা খাতুন ও ঘাতক আশিকের মা কল্পনা খাতুন আহত হয়েছেন। এ ঘটনায় আশিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সলঙ্গা থানার শাহরিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাপলা খাতুন ধামাইলকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও শাহরিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। আটক আশিক ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

আশিকের মা কল্পনা খাতুন বলেন, আশিকের মাথায় সমস্যা আছে। তাকে বাড়িতেই আটকে রাখা হয়েছিল। সকালে শাপলাসহ আমরা কজন বাড়িতে বসেছিলাম। এ সময় হঠাৎ আশিক ছুটে এসে দা দিয়ে পেছন থেকে শাপলাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাপলা মারা যায়। আমরা এগিয়ে গেলে আমাদেরকেও কুপিয়ে আহত করে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো. তাজুল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক আশিককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।