সিলেটে সাত চিকিৎসকসহ আরও ৭২ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৮ জুলাই ২০২০

সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার (২৭ জুলাই) সিলেট বিভাগে সাত চিকিৎসকসহ আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতজন চিকিৎসক।

তিনি বলেন, সোমবার শনাক্তকৃত ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ২৯ জন, সুনামগঞ্জের দুইজন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের ছয়জন।

এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পিসিআর ল্যাবে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, শাবির ল্যাবে সোমবার সিলেটের ৬০টি ও সুনামগঞ্জের ৭৮টিসহ মোট ১৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জন সিলেট জেলার এবং ২০ জন সুনামগঞ্জ জেলার।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৫৬০ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ চার হাজার ৭৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৪৩৯, হবিগঞ্জে এক হাজার ১২৩ ও মৌলভীবাজারে ৯২৫ জন।

করোনায় আক্রান্তের পাশাপাশি বিভাগে মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। গত ১০ মার্চ থেকে শনিবার পর্যন্ত সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। এর মধ্যে সিলেট জেলারই ১০১ জন। এছাড়া সুনামগঞ্জে ১৪ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে করোনায় মারা গেছেন।

চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট তিন হাজার ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৯৫, সুনামগঞ্জের এক হাজার ৬৮, হবিগঞ্জের ৬০১ ও মৌলভীবাজারের ৫১৭।

ছামির মাহমুদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।