জামালপুরে বন্যাকবলিত এলাকায় প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০১ আগস্ট ২০২০

জামালপুর সদরের নাউভাঙা চরে ও শহর রক্ষা বাঁধসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়া বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রসাশনের পক্ষ থেকে ঈদের মিষ্টান্ন সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

Jamalpur-2

শনিবার (১ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বন্যা দুর্গতদের মাঝে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সদরের বিভিন্ন জায়গায় দুইশ পরিবারের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

Jamalpur-3

জেলার বন্যা দুর্গত প্রতিটি এলাকার আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন উঁচু সড়ক-বাঁধে আশ্রয় নেয়া সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে । এসময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম।

Jamalpur-3

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।