করোনাভাইরাস : রাজশাহীতে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৩ আগস্ট ২০২০

রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ জন। গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলায় একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৮৯ জনের। এদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ১৪৪ জন।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, বিভাগে এ পর্যন্ত ১৭৮ জনের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ ১০৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ২৫, চাঁপাইনবাবগঞ্জে সাত, নওগাঁয় ১৪, নাটোরে এক, জয়পুরহাটে চার, সিরাজগঞ্জে ১১ এবং পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে।

নতুন করে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ৫১, নাটোরে ৫২, জয়পুরহাটে এক, বগুড়ায় ৩২ এবং সিরাজগঞ্জে ১৬ জন। একই দিন বিভাগজুড়ে সুস্থ হয়েছেন ১৩০ জন। এর মধ্যে রাজশাহীর ৯৮, নওগাঁর তিন, জয়পুরহাটের এক, বগুড়ার ২০, সিরাজগঞ্জের এক এবং পাবনার সাতজন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।