চলনবিলে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৬ আগস্ট ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকায় চলনবিলে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার আগে ঝড়ো বাতাস ও তীব্র স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বুধবার বিকেলে উপজেলার জগন্নাথপুর গ্রামের ২০-২৫ জনের একটি দল ইঞ্জিনচালিত শ্যালো নৌকায় চলনবিল অধ্যুষিত মোহনপুর ইউনিয়নের সুজা গ্রামের এক কবিরাজ বাড়ি যাচ্ছিলেন।

নৌকাটি মোহনপুর ইউনিয়নের কুমার ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ো ও দমকা বাতাসে উল্টে ডুবে যায়। এ সময় দুই শিশু নৌকার মধ্যে পড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নৌকা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।