কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

 

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে তিনজন এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারজানা আক্তার এসব তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬০), মুরাদনগর উপজেলার হযরত আলীর স্ত্রী মারুফা বেগম (৩৮), বুড়িচং উপজেলার বশরত আলীর ছেলে আবদুল খালেক (৮৫), দেবিদ্বার উপজেলার লালু মিয়া (৭০), বরুড়া উপজেলার শাকপুর নরেন্দ্রপুর এলাকার আবদুর রহমানের ছেলে আবদুল হালিম (৬৪), দেবিদ্বার উপজেলার বেছু মিয়ার স্ত্রী শাহিনা বেগম (৫১) এবং বুড়িচং উপজেলার কাজী সামছুল হকের স্ত্রী আইনুন নাহার (৬০)।

এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০৮ জন।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।