একদিনে রাজশাহীতে ৪০৭ জন করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৬ আগস্ট ২০২০

একদিনে রাজশাহী বিভাগে প্রাণঘাতী করোনাভাইরাস জয় করেছেন ৪০৭ জন। তবে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১৭৯ জনের। একই দিনে তিনজনের প্রাণ নিয়েছে করোনা। এই তিনজনই বগুড়া জেলার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার যে ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৮১ জন রাজশাহীর বাসিন্দা। এছাড়া ২৬ জন চাঁপাইনবাবগঞ্জের, একজন নওগাঁর, দুইজন জয়পুরহাটের, ৫১ জন বগুড়ার এবং ১৮ জন সিরাজগঞ্জের বাসিন্দা।

ওই দিন করোনা থেকে সুস্থ হওয়া ৪০৭ জনের মধ্যে ১২৩ জনের বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর ৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন, নওগাঁর ১৯ জন, নাটোরের ১৩ জন, বগুড়ার ১৬২ জন, সিরাজগঞ্জের ২২ জন এবং পাবনার ১৩১ জন রয়েছেন। বুধবার বিভাগের বগুড়ায় জেলায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। বিভাগে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। এর মধ্যে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

এছাড়া রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ জন এবং পাবনায় নয়জন মারা গেছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১৩ হাজার ৬৩৯ জনের। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ হাজার ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে বগুড়ায়।

এছাড়া রাজশাহীতে ৩ হাজার ৪১৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৬, নওগাঁয় ৯৬০, নাটোরে ৫৪৪, জয়পুরহাটে ৭৮২, সিরাজগঞ্জে ১ হাজার ৫১৯ জন এবং পাবনায় ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত করোনাজয় করেছেন ৮ হাজার ১৫০ জন। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৬৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৩৮ জন, নওগাঁর ৮২২ জন, নাটোরের ২৫২ জন, জয়পুরহাটের ২০৯ জন, বগুড়ার ৩ হাজার ৭৭২ জন, সিরাজগঞ্জের ৫৬৬ জন এবং পাবনার ৬১৭ জন।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।