হাওরে গোসলে নেমে কলেজ শিক্ষকের মৃত্যু, ছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৯ আগস্ট ২০২০
ফাইল ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে আছাপুর হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মো. একরামুল ইসলাম রুবেল নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন হাদিউল ইসলাম সৌরভ নামে আরেক কলেজ ছাত্র।

শনিবার বিকেলে করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া এলাকায় আছানপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত একরামুল ইসলাম রুবেল জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুটিয়া গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি টাঙ্গাইল জেলার সখিপুর মহিলা কলেজের প্রভাষক ছিলেন। অপরদিকে নিখোঁজ সৌরভ চরপুটিয়া গ্রামের তাইমুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, কলেজ শিক্ষক একরামুল ইসলাম রুবেলসহ ১৬ জনের একটি পর্যটক দল মিঠামইন উপজেলার আছানপুর পাকা সেতু এলাকায় নৌকায় করে ঘুরতে যান। আছানপুর সেতুর করিমগঞ্জ উপজেলা অংশে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হন কলেজ শিক্ষক রুবেল ও কলেজ ছাত্র সৌরভ। ঘটনার ঘণ্টাখানেক পর স্থানীয়রা রুবেলের মৃতদেহ উদ্ধার করে। সৌরভকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে স্থানীয় ডুবুরি দল।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।