ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১১ আগস্ট ২০২০
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগরে আলভীন নামে দেড় বছর বয়সী শিশু ও পৌরশহরের কালিপুরে গোসল করতে নেমে পাপিয়া নামে দশ বছর বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বধুনগর গ্রামের আরিজ মিয়ার ছেলে আলভীন খেলতে গিয়ে বাড়ির পাশে বর্ষার পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে সোমবার বিকেলে পৌর শহরের কালিপুর গ্রামের মামুন কমিশনারের বাড়ির পাশে ডোবায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় পাপিয়া। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। পাপিয়া কালিপুর গ্রামের খোকন মিয়ার মেয়ে।

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।