ব্যাগের ভেতর মিলল ৩টি হরিণের চামড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৪ আগস্ট ২০২০

বরগুনার পাথরঘাটার বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি ৩টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে বাদুরতলা খালের পাড় থেকে কোস্টগার্ড চামড়াগুলো উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, হরিণের চামড়া বিক্রি করার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাচারকারীরা আগেই কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া ৩টি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ব্যাগভর্তি ৩টি হরিণের চামড়া উদ্ধার করা হয়।

হরিণের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি, যেহেতু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তাই বনবিভাগ পাথরঘাটা থানায় সাধারণ ডায়রি (জিডি) করবে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।