পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ আগস্ট ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় শহরের ফরেস্ট কলোনি পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত্যু শিশুরা হলো- শহরের তিতাস সিনেমা হল রোড এলাকার মুচিবাড়ির রঞ্জিত ঋষির মেয়ে দীপ্তি (১২) ও নিখিল ঋষির মেয়ে বৃষ্টি (১০)।

কালু মিয়া বলেন, বিকেলে আমার ভাগনি ও মামাতো বোন এবং ভাতিজা পুকুরে গোসল করতে যায়। ভাতিজা তাড়াতাড়ি গোসল করে উঠে যায়। কিন্তু ভাগনি বৃষ্টি ও মামাতো বোন দীপ্তি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে ভাতিজা বাসায় এসে খবর জানায়। এরপর তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পটুয়াখালী সদর থানা পুলিশের ওসি আখতার মোরশেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।