তিন দিন ধরে সাগরে ভাসছেন ১৭ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পঞ্চিম বঙ্গোপসাগরে ‘এফবি তিনবোন’ নামে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে তিন দিন ধরে ১৭ জেলে সাগরে ভাসছেন। রোববার (১৬ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

ভাসমান ওই ট্রলারের মালিম মো. হেমায়েত মল্লিক। তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি বলেন, পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পঞ্চিম বঙ্গোপসাগরে গত তিন দিন আগে এফবি তিনবোন নামে একটি মাছ ধরার ট্রলারের পাখা ভেঙে যায়। সেই থেকে সাগরে ১৭ জেলেসহ ট্রলারটি ভাসছে। আমরা জেলেদের কাছ থেকে জানতে পেরে আজ রোববার (১৬ আগস্ট) সকালে ট্রলারটি উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে আরেকটি ট্রলারসহ ২০ জন জেলেকে পাঠিয়েছি।

এদিকে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, ঘটনাস্থল পঞ্চিম জোনের আওতায়, তাই পঞ্চিম জোনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।