কালকিনিতে স্বামীর দায়ের কোপে প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:০৬ পিএম, ১৬ আগস্ট ২০২০
ফাইল ছবি

পারিবারিক কলহের জের ধরে মাদারীপুরের কালকিনিতে স্বামীর দায়ের কোপে ময়না বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী সোলাইমান খানকে (৩৫) আটক করা হয়েছে। রোববার রাতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানা পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পৌর এলাকার মিনাজী গ্রামের সোলাইমানের সঙ্গে তার স্ত্রী ময়না বেগমের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সোলাইমান উত্তেজিত হয়ে ময়নাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে সোলাইমানকে আটক করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, পারিবারিক কলহের জেরে সোলাইমানের দায়ের কোপে ময়না বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

এ কে এম নাসিরুল হক/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।