টানা বৃষ্টিতে পটুয়াখালীতে জলাবদ্ধতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০২০

টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে পটুয়াখালী। অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগ চরমে পৌঁছেছে স্থানীয়দের। গত রোববার থেকে বুধবার বিকেল পর্যন্ত বর্ষণ অব্যাহত ছিল। থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা মাহিন হাসান বলেন, কয়েকদিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগ বেড়ে গেছে আমাদের।

কুয়াকাটার বাসিন্দা আবদুল কাউইয়ুম বলেন, বুধবার সাগরে পানি বেড়েছে। বড় বড় ঢেউ সাগরের বুকে আছড়ে পড়ছে। একই সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এজন্য অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

jagonews24

পটুয়াখালী শহরের রিকশাচালক ছোবহান মিয়া বলেন, ঝড়বৃষ্টি যাই হোক আমাদের রিকশা চালাতে হয়। রিকশা না চালালে খাবার জোটে না। তবে বৃষ্টির কারণে সড়কে মানুষের উপস্থিতি নেই।

বেসরকারি চাকরিজীবী রাফি ভূঁইয়া বলেন, বৃষ্টির কারণে দুর্ভোগের শেষ নেই শহরের মানুষের। অধিকাংশ রাস্তায় পানি। বিশেষ করে আমরা যারা কর্মজীবী ও শ্রমজীবী তারা বেশি দুর্ভোগে পড়েছেন। পানি ডিঙিয়ে অফিসে যেতে হচ্ছে আমাদের।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাসুদ রানা বলেন, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তার তথ্য আমার কাছে নেই। পরে ফোন দিয়েন। তখন বিস্তারিত জানাব।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।