চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তী বদলি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৮ এএম, ২০ আগস্ট ২০২০

চট্টগ্রামের চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তীকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকারকে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তীকে বদলি করে জেলা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকারকে দায়িত্ব দেয়া হয়েছে। এটি একটি নিয়মিত বদলির ঘটনা।’

কেশব চক্রবর্তীকে জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চে বদলি করা হয়েছে। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর তিনি চন্দনাইশ থানার ওসি হিসেবে দায়িত্ব নেন।

এদিকে কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে ওসি কেশব চক্রবর্তীর যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কেশব চক্রবর্তীকে দায়ী করে আসছেন নিহতের স্বজনরা। ওসি কেশব চক্রবর্তীর যোগসাজশে দুই ভাইকে তুলে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করে আসছিলেন তারা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।