করোনায় এবার সিসিকের কর কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২১ আগস্ট ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এবার মারা গেলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ (৩৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার দুপুরে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জন্মেয় জয়।

তিনি জানান, সিলেট নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা ও সিলেট সিটি কর্পোরেশনের কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার দুই কিডনিই কার্যকারিতা হারিয়েছিল। এ সমস্যা নিয়ে তিনি গত চারদিন আগে জালালাবাদের বেসরকারি রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকা অবস্থায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে তাকে নগরের মানিকপীর টিলায় সিলেট সিটি করপোরেশন পরিচালনাধীন গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ১৭৫ জন। এর মধ্যে সিলেটে ১২৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৯ জন।

ছামির মাহমুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।