বাঘ খুঁজতে কেটে ফেলা হচ্ছে চা বাগান ও জঙ্গল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২১ আগস্ট ২০২০

পঞ্চগড়ে বাঘের খোঁজে চা বাগান ও জঙ্গল কেটে ফেলা হচ্ছে। সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত ও সাহেবীজোত এলাকার চা বাগান ও জঙ্গলে বাঘ রয়েছে এমন ধারণা থেকে শুক্রবার প্রশাসনের নির্দেশে চা বাগান ও জঙ্গল কাটা শুরু হয়।

গতকাল বৃহষ্পতিবার দিনভর সদর উপজেলার ওই সীমান্ত এলাকায় একটি চা বাগানের আশপাশে রয়েছে বলে জানায় স্থানীয়রা। চা বাগানের ঝোপ ঝাড়ে বাঘ লুকিয়ে রয়েছে বলে আতঙ্ক দেখা দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

খবর পেয়ে বাঘ ধরতে ঢাকা থেকে বন বিভাগের প্রশিক্ষিত কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত সেখানে বাঘের কোনো দেখা মেলেনি। তবে বন বিভাগের ধারণা, লোকালয়ে দেখা যাওয়া বাঘগুলো চিতাবাঘ। চা বাগান বা জঙ্গলের আড়ালে বাঘ লুকিয়ে থাকতে পারে।

Panchagarh-Tiger

সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জাগো নিউজকে বলেন, বাঘের খোঁজে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা চা বাগান ও জঙ্গল কাটার নির্দেশনা দেন। তাদের নির্দেশনা মোতাবেক আমার ইউনিয়নের ইউপি সদস্য মো. মিন্টু কামাল ১৯ জন শ্রমিক লাগিয়েছেন। চা বাগান ও জঙ্গলটি খুবই ঘন হওয়ায় কাটতে সময় লাগছে।

সফিকুল আলম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।