পাবনায় ৮৩ গরিব শিক্ষার্থীকে ১০ লাখ টাকা প্রদান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:০২ পিএম, ২২ আগস্ট ২০২০

পাবনায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকা’র উদ্যোগে জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ গরিব মেধাবি ৮৩ কৃতি শিক্ষার্থীকে ৯ লাখ ৯৬ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার পাবনার চরগড়গড়ি ওসাকা কমপ্লেক্সের চরনিকেতন কাব্যমঞ্চ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসাকার নির্বাহী পরিচালক বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ। ওসাকার প্রাক্তন চেয়ারম্যান ও পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বিশ্বাস, ওসাকার উপ-পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মো. আব্দুল ওয়ারেস বিশ্বাস।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রাকিবুল ইসলাম ও সাদিয়া আফরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসাকা'র ঊর্ধ্বতন ব্যবস্থাপক (মানবসম্পদ) শামসুজ্জামান প্রিন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসাকা’র ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক, ঊর্ধ্বতন অভ্যন্তরীণ নিরীক্ষক মো. ইয়ারুল ইসলাম, প্রবীণ কর্মসূচি কর্মকর্তা মো. আবু হানিফ, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. মিনহাজুর রহমান, মনসুর আলম, আকমল হোসেন, ডা. মামুন হোসেন, মো. মাসুদ রানা, বৌটুবানী পাঠশালা'র শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪২ জন শিক্ষার্থীকে ১ম দফায় এবং ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জন শিক্ষার্থীকে ২য় দফায় এ বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় কবি মজিদ মাহমুদ বলেন, ওসাকার মাধ্যমে শিক্ষা, সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। ওসাকা একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন পার্টনার হিসেবে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখছে। তিনি এ সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রতি বিশেষ আহ্বান জানান।

আমিন ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।