স্বামীকে মারধরের কারণ জানতে চাওয়াই কাল হলো স্ত্রীর
সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নাসিমা বেগম নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মহান্দি গ্রামে ওই গৃহবধূর মৃত্যু হয়।
এর আগে সোমবার দুপুর ২টার দিকে মারপিটের এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত নাসিমা বেগম (৪০) মহান্দি গ্রামের নাজের শেখের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তিনদিন আগে পাট চুরির অপবাদ দিয়ে নাজের শেখকে মহান্দি বাজারে মারপিট করেন মনিরুল মোড়ল ও তার চাচাতো ভাই মিন্টু মোড়ল। এ ঘটনায় গতকাল (সোমবার) দুপুরে মরাপিটের কারণ জানতে চান নাজের শেখের স্ত্রী নাসিমা বেগম। এ সময় মনিরুল মোড়ল, মিন্টু মোড়লসহ পরিবারের সদস্যরা নাসিমাকে বাঁশ দিয়ে মারপিট ও দা দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রাখেন। এরপর থেকে বমি করছিলেন নাসিমা। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বাড়িতে থাকা অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
স্থানীয় খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, শুনেছি মনিরুল ও তার পরিবারের সদস্যরা গৃহবধূ নাসিমাকে মারপিট করেছে। মারপিটের পর ওই গৃহবধূ মারা গেছেন।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কপালে একটি কোপের দাগ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনসহ হামলায় জড়িত থাকায় তিন জনকে আটক করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছে তাদেরও আটকের চেষ্টা করা হচ্ছে।
আকরামুল ইসলাম/এফএ/পিআর