করোনায় মারা গেলেন খুলনার ব্যবসায়ী নেতা চুন্নু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৬ আগস্ট ২০২০

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা ক্লাব লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী কাজী আহমেদ হাসান চুন্নু (৭১)। বুধবার (২৬ আগস্ট) সকালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহানগরীর লোয়ার যশোর রোডের বাংলাদেশ ব্যাংক মোড়ের নিজ বাসভবনে বসবাস করতেন এই ব্যবসায়ী নেতা।

মরহুমের ভাইয়ের ছেলে সোহেল নূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে ১৯ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার চাচা। বুধবার সকালে তিনি মারা যান। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে ঢাকার রায়েরবাজার কবরস্থানেই স্বাস্থ্যবিধি মেনে মরহুমের দাফন সম্পন্ন হবে।

প্রয়াত কাজী আহমেদ হাসান চুন্নু খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি, অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপ, খুলনা ক্লাব, রোটারী ক্লাবসহ বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক সংগঠনে দীর্ঘদিন বিভিন্ন পদে থেকে নেতৃত্ব দিয়েছেন।

আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।