আমাদের কষ্টের শেষ কোথায়?
বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়া, অপরিকল্পিত মাছের ঘের ও পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বদ্দিপুর কলোনিসহ কয়েকটি গ্রাম পানিবন্দি। দুর্বিষহ জীবনযাপন করছে মানুষ। এ অবস্থায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বদ্দিপুর কলোনির তিন রাস্তার মোড়ে পানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি আইনজীবী ফাহিমুল হক কিসলু, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আইনজীবী আবুল কালাম আজাদ, সাংবাদিক রঘুনাথ খাঁ, গণফোরাম নেতা আলী নূর খান বাবুল, সাংবাদিক মুনসুর আলী, শ্রমিক নেতা ফারুখ হোসেন, গ্রামবাসীর পক্ষে শাহাদাৎ হোসেন ও রবিউল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মাণ ও নর্দমা সংস্কারে পৌরসভায় প্রতি বছর মোটা অংকের অর্থ বরাদ্দ দেয়া হয়। ওই টাকা এলাকার উন্নয়নের নামে ব্যবহার না হয়ে তা চলে যাচ্ছে পৌরসভার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও কিছু সুবিধাভোগীর পকেটে। ফলে বদ্দিপুর কলোনি, তালতলা, বসুতিপাড়া, পশ্চিমপাড়া, সরদার পাড়া, পুলিনপাড়াসহ কয়েকটি অঞ্চল অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়।
বছরে পাঁচ মাস পানিবন্দি থাকতে হয় এলাকার মানুষদের। শিক্ষার্থী, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষের দুর্ভোগের শেষ থাকে না। সুপেয় পানির জন্য কষ্টের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডকে অভিযোগ করেও কোনো কাজ হয়নি। এসবের প্রতিবাদে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করছি। বছরে পাঁচ মাস পানিবন্দি আমরা, আমাদের এই কষ্টের শেষ কোথায়? আমরা এর সমাধান চাই।
আকরামুল ইসলাম/এএম/পিআর