পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৪:০১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০

পঞ্চগড়ের বোদায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে নাসিরুল ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (৪৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের বাড়ি জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামে।

পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে ওই নারী সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। রাতে ওই এলাকর আজিজুল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম এবং আব্বাস আলীর ছেলে আনোয়ার হোসেনসহ তিনজন তাকে ধর্ষণ করে। সকালে বিষয়টি জানাজানি হলে বড়শী ইউনিয়নের সদস্য মঞ্জু ইসলাম নারীসহ অভিযুক্ত নাসিরুল ও আনোয়ারকে ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। খবর পেয়ে বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন সন্ধ্যায় তাদের তিনজনকে থানায় নিয়ে আসেন। পরে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছেন পুলিশ। 

বোদা উপজেলার বড়শশী ইফপির ৭নং ওয়ার্ডের মেম্বর মঞ্জু ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে নাসিরুল ও আনোয়ারকে আটক করে বোদা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।