মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ইমরান হাসান (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আরোহী। শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের আলাউদ্দিনের ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, নাটোর থেকে মোটরসাইকেল চালিয়ে সিরাজগঞ্জে যাচ্ছিলেন ইমরান। এ সময় তার পেছনে ছিলেন আরও এক আরোহী। পথে হরিণচড়া এলাকায় এলে বিপরতী দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী। তাদের উদ্ধার করে হাটিকুমরুল গোল চত্বর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরানের মৃত্যু হয়। আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান জানান, ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।