মাগুরায় দেয়ালচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১২:৪৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২০

মাগুরায় দেয়ালচাপায় মো. সবুজ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাগুরা সদরের সাজিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের মান্নান শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে প্রতিবেশী মামুন সর্দারের টিন শেডের বাড়িটি ভাঙার কাজ করছিলেন কয়েকজন যুবক। সবুজও তাদের কাজে সহযোগিতা করছিল। এ সময় হঠাৎ দেয়াল ভেঙে তার গায়ের উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. আরাফাত হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।