পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন দুমকি উপজেলার জয় (৮) ও সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের আমজাদ হাওলাদার (৫০)।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম মৃধা বলেন, জয়দের বাসার বারান্দায় বিদ্যুতের তারে লিকেজ ছিল। এতে পুরো বারান্দা বিদ্যুতাড়িত হয়ে যায়। জয় বারান্দার গ্রিলে হাত দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষণ পর জয়ের বোন স্বর্ণা রানী তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে নেয়ার পর জয়ের মৃত্যু হয়। জয় শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মতিলাল মিস্ত্রির ছেলে।

দুমকি থানা পুলিশের ওসি মেহেদী হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে জয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন স্বর্ণা আহত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য স্বর্ণাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের খান বলেন, দুপুর ২টার দিকে কৃষক আমজাদ হাওলাদার নারিকেল গাছেে ওঠেন। নারিকেল গাছ থেকে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমজাদ হাওলাদার মারা যান।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।