শ্যামনগরে দুর্গতদের মাঝে হিউম্যানিটি ফার্স্টের ত্রাণ বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২০ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

সাইক্লোন আম্ফান এবং চলমান কোভিড-১৯ সংকটময় পরিস্থিতিতে কর্মহীন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের ৪৩৪টি দরিদ্র পরিবারের মাঝে ‘হিউম্যানিটি ফার্স্ট’ বাংলাদেশ এর জরুরি ত্রাণসেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের ৪৩৪টি দরিদ্র পরিবারের মাঝে ‘হিউম্যানিটি ফার্স্ট’ বাংলাদেশ ত্রাণ বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- আলহাজ আহমদ তবশির চৌধুরী, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোড়ল, মহিলা মেম্বার মোছা. সেলিনা সাঈদ, এস এম মতিউর রহমান, সুন্দরবন হাইস্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন এবং হিউম্যানিটি ফার্স্ট’ এর কর্মকর্তারা।

ত্রাণ সামগ্রির মধ্যে ছিল ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তৈল এবং সাবান। বছরব্যাপী বিশ্বের বিভিন্ন স্থানে আর্তমানবতার সেবায় কাজ করে থাকে প্রতিষ্ঠানটি। যেমন ফ্রি স্বাস্থ্যসেবা, বিনামূল্যে খাদ্য ও পানীয় বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন সেবামূলক।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।