সাউন্ডবক্সে গান শুনতে গিয়ে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১:০১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শুভ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার মৃগমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে।

মৃগমারী গ্রামের ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান জানান, মৃগমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (১০) গান শোনার জন্য সাউন্ডবক্সে বিদ্যুতের সংযোগ দিচ্ছিল। এ সময় বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে সে বিদ্যুতায়িত হয়। দ্রুত প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হেদায়েত বিন সেতু তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন।

সালাউদ্দীন কাজল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।