পোড়ানো হলো ৮০ লাখ টাকার কারেন্ট জাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

পটুয়াখালীর পায়রা বন্দর ও রাবনাবাদ চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধ ২ লাখ মিটার কারেন্ট জাল ও ৫০ হাজার মিটার বেড় জাল জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে রাবনাবাদ নদীর মোহনা থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার সকাল ১০টায় কলাপাড়া হেলিপ্যাড মাঠে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

Current-jal-1

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মাহমুদ হোসেন মোল্লা।

রাবনাবাদসহ বিভিন্ন নদীতে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।