দাদার দাফনের বাঁশ কাটতে গিয়ে নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খানের (৮০) দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতি জামাল খানের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধেররা উত্তরপাড়া খান বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত জামাল খান হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধেররা খান বাড়ির মমিন খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বার্ধক্যজনিত কারণে মারা যান দাদা রুস্তম খান। রাতে তার দাফনের জন্য বাড়ির কবরস্থানে বাঁশ কাটতে যান নাতি জামাল খান। সেখানে তাকে সাপে কামড় দেয়। প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন ও প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি ঘটনাস্থলে গিয়ে মৃত জামাল খানের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।