ছেলের পর করোনায় প্রাণ গেল মায়েরও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০

ছেলের পর এবার করোনায় মারা গেলেন মা রাবিয়া বেগম (৭৫)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাবিয়া বেগম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের সলেমান মোল্লার স্ত্রী। এর আগে গত ২৭ আগস্ট তার ছেলে বাবলুর করিম করোনা আক্রান্ত হয়ে মারা যান। বাবলুর করিম কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।

উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুদিন আগে বাবলুর করিম করোনা পজিটিভ হলে ঝিনাইদহ শিশু হাসপাতালে অবস্থিত করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর তার মা রাবিয়া বেগম করোনা আক্রান্ত হন। তাকেও ঝিনাইদহ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। ছেলে মৃত্যুর ১৪ দিন পর বৃহস্পতিবার তার মাও মারা যান।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে গঠিত টিমের প্রধান উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ বলেন, সংবাদ পেয়ে আমরা ঝিনাইদহ কোভিড হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। কয়েকদিন আগে তার ছেলে উপজেলা নির্বাচন অফিসের সহায়ক বাবলুর করিমও মারা যান বলে যোগ করেন তিনি।

এদিকে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ পার্থ বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে নারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩০ জন।

আব্দুল্লাহ আল মাসুদ/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।