ম্যাজিক গাড়ির ভাড়া নিয়ে সাবেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০

‘ম্যাজিক গাড়ির’ ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় এক বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহত নুরুল ইসলাম নুরু অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের বেশাইনখানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝালকাঠি থেকে কির্ত্তীপাশা হয়ে বেশাইনখান পর্যন্ত যেতে ম্যাজিক গাড়িতে ওঠেন নুরু পুলিশ ও তার ভাই। বেশাইনখান স্ট্যান্ডে তারা দুই ভাই নামলে অতিরিক্ত ভাড়া নিয়ে চালক রনির (২৮) সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনি তার গাড়িতে থাকা লোহার রড দিয়ে বৃদ্ধ নুরুল ইসলাম ওরফে নুরু পুলিশকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে তার সঙ্গে থাকা ভাই রনির সঙ্গে ধস্তাধস্তি করলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, বেশাইন ম্যাজিক স্ট্যান্ডে ভাড়া নিয়ে তর্কে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে খবর পেয়েছি। যেহেতু ওটা প্রত্যন্ত এলাকার সীমান্তে এবং নিহতের বাড়িও স্বরুপকাঠি হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তাদেরকে নিজ বাড়িতে নিয়ে যায়। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আতিক রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।