ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঋতু আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার তুলা পাবই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঋতু আক্তার উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামের আবুল কালামের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঋতু আক্তার ও তার স্বামী একটি অটোরিকশাযোগে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারা যান। আহত হন ঋতু আক্তারের স্বামী আবুল কালাম (৪২) ও অটোরিকশা চালক নূর উদ্দিন (৩৫)।

পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আহত দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এইচ এম কামাল/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।