চাল-পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২০
পটুয়াখালীর মাঝগ্রাম ও লাউকাঠিতে জেলা ভোক্তা অধিকারের অভিযান

পটুয়াখালীতে বেশি দামে চাল-ডাল ও পেঁয়াজ বিক্রি এবং ওজনে কম দেয়ায় তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিসিক শিল্পনগরী মাঝগ্রাম ও লাউকাঠি এলাকায় এ অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া। অভিযানে সহায়তা করে র‌্যাব।

র‌্যাব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম বলেন, দুপুরে বিসিক শিল্পনগরী মাঝগ্রাম ও লাউকাঠি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে চাল-ডাল ও পেঁয়াজ বিক্রি এবং ওজনে কম দেয়ায় দোকানি রেজাউল করিমকে ছয় হাজার টাকা, মো. খলিলুর রহমানকে ৩০ হাজার টাকা এবং আনোয়ার হোসেনকে চার হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চাল-ডাল ও পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়অ হয়েছে দোকানিদের। বাজার মনিটরিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।