নাতনিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মুক্তিযোদ্ধার
পঞ্চগড়ে নাতনিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক (৭০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক তার বড় ছেলের একমাত্র মেয়ে সুমাইয়াকে (৭) নিয়ে বাড়ির পাশে ডোবার পানি দেখতে যান। একপর্যায়ে সুমাইয়া পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারে পানিতে নামেন তিনি। পরে নাতনিকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। কিন্তু পানিতে তলিয়ে গিয়ে মারা যান সামসুল হক।
নিহতের ভাই আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান অবস্থায় সুমাইয়া এবং সামসুল হককে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উম্মে হুমায়রা তাকে মৃত ঘোষণা করেন। সুমাইয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহামেদ পানিতে ডুবে মুক্তিযোদ্ধা সামসুল হকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।।
সফিকুল আলম/আরএআর/এমকেএইচ