নতুন করে কেউ যেন গৃহহীন না হয় : প্রতিমন্ত্রী পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৪ অক্টোবর ২০২০
বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারকে প্রতিমন্ত্রী পলকের সহায়তা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নতুন করে কেউ যেন গৃহহীন না হয়; সেজন্য পৌরসভার মেয়র, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, গৃহহীনদের পুনর্বাসন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা তালিকা পাঠাব। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জন্য আমাদের সরকার সবসময় প্রস্তুত আছে। যতদিন বেঁচে আছি চলনবিলবাসীর পাশে থাকব।

রোববার (০৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাসভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৪ পরিবারকে নগদ পাঁচ হাজার করে সহায়তা দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, কেউ যাতে নদীতে সুতি জাল ফেলতে না পারে সে পদক্ষেপ নেয়া হয়েছে। যারা নদীতে সুতি জাল ফেলেন তাদের তালিকা প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও পিআইও আল আমিন সরকার।

এতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রীর এপিএস রনজিৎ কুমার প্রমুখ।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।