গড়াই নদীতে হয়ে গেল নৌকাবাইচ প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১১ অক্টোবর ২০২০

মাগুরার গড়াই নদীর কামারখালী ঘাটে অনুষ্ঠিত হয়ে গেল জননেতা আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার এ প্রতিযোগিতা দেখতে মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুরের রাজধরপুর, ডুমাইনসহ আশপাশ এলাকার হাজারো মানুষ ভিড় জমান নদীর দুই পাড়ে।

নৌকাবাইচ উপলক্ষে গড়াই নাদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। নৌকাবাইচ প্রতিযোগিতা শেষ হয়ে গেলেও স্বাস্থ্যবিধি মেনে মেলা চলবে তিনদিন।

মাগুরা, গোপালগঞ্জ, রাজবাড়ী ও নড়াইল জেলার ১৩টি নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকার মধ্যে গয়েশপুর ইউনিয়নের লালন শাহ নৌকা প্রথম স্থান, কামারখালি ইউনিয়নের আতিকের নৌকা দ্বিতীয় ও কুছুন্দী ইউনিয়নের হীরার তরী নৌকা তৃতীয় স্থান অধিকার করে।

jagonews24

শনিবার সন্ধ্যায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির অন্যতম সদস্য হুমায়ুন উর রশিদ মুহিদ জানান, বিজয়ী নৌকা ত্রিশ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী কুঁড়ি হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী নৌকাকে দশ হাজার টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরাফাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।