দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১২ অক্টোবর ২০২০

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের লৌহজংয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে মহাসড়কের চন্দেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিলউদ্দিনের স্ত্রী হেনা বেগম (৬০) ও কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা এবং বসুমতি বাসের চালক বাদশা মিয়া। দুর্ঘটনায় আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হেলান উদ্দিন জানান, বিকেলে শিমুলিয়াঘাট থেকে বসুমতি বাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি চান্দের বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামে এক যাত্রী মারা যান। পরবর্তীতে বসুমতি বাসের চালক বাদশা মিয়া মারা যান। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।