শিবপুরে পুকুরে ডুবে পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২০

নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে সাইফ হাসান (১৪) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

সাইফ হাসান শিবপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেনের ছেলে। সে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানায়, শনিবার দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় সাইফ। দীর্ঘ সময় পরও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তার বন্ধুদের বাসায় খোঁজ করেও সাইফের সন্ধান পাননি। বিকেলে উপজেলা পরিষদের পুকুরে খোঁজ করতে গিয়ে জুতা ভাসতে দেখা যায়। খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে বিকেলে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।