হবিগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২০ অক্টোবর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গেইটঘর শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৫), ফরিদ গাজীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরু মিয়ার ছেলে আব্দুল মান্নান (২৭)।

মাধবপুর থানা পুলিশের ওসি মো. ইকবাল হোসেন বলেন, মোটরসাইকেলযোগে তিন আরোহী মহাসড়কের জগদীশপুর থেকে মাধবপুর সদরের দিকে যাচ্ছিলেন।

এ সময় মীরনগর নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামীর ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।