মাকে কুপিয়ে হত্যার দৃশ্য দেখল শিশু সন্তান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৭ অক্টোবর ২০২০

নাটোরে আনোয়ারা বেগম শিল্পী নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মইনুল ইসলাম মনির বিরুদ্ধে।

সোমবার রাতে নাটোর সদর উপজেলার নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী একই এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় চাকরি করতেন মইনুল ইসলাম মনি। গত কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর থেকে স্ত্রী শিল্পীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত।

গত রাতে ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান মনি। এ সময় শিল্পীর শিশু সন্তানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং মুমূর্ষু অবস্থায় শিল্পীকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক শিল্পীকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।