এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০২০

হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এমপি আবু জাহিরের ব্যক্তিগত সহকারী (পিএস) সুদীপ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ অক্টোবর পরীক্ষার জন্য নমুনা দিলে পরদিন তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। বর্তমানে এমপি আবু জাহির নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।

দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এই শত্রু মোকাবিলায়।

করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন মানুষদের বাড়ি বাড়ি সরকারি ও নিজের সাধ্য অনুযায়ী সহায়তাও পৌঁছে দিয়েছেন।

সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এ জনপ্রতিনিধি।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।