নিয়ন্ত্রণহীন ট্রাকের ওপর থেকে পড়ে যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৮ অক্টোবর ২০২০
ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ২০-০৭৯২) মহাসড়কের ওই স্থানে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডে উঠিয়ে দেন।

এতে ট্রাকের ওপর থাকা ওই ব্যক্তি নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যান।

খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মৃতদেহটি উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট কাজী মনিরুজ্জামান বলেন, মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত না হতে পারলে আইনি পক্রিয়া শেষে লাশ দাফন করা হবে।

এসএম এরশাদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।