বিয়ের ৪ দিনের মাথায় বিষপানে তরুণীর আত্মহত্যা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:০১ এএম, ৩০ অক্টোবর ২০২০
প্রতীকী ছবি।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিয়ের চার দিনের মাথায় রহিমা খাতুন (২১) নামে এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার শেরপুর গ্রামের আব্দুস ছোবহানের মেয়ে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় রহিমা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

তিনি জানান, চারদিন আগে রনি নামে রংপুরের এক ছেলের সঙ্গে বিয়ে হয় রহিমা খাতুনের। বৃহস্পতিবার বাবার বাড়িতে অজ্ঞাত কারণে রহিমা বিষপান করে।

তাৎক্ষণিক বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ওই তরুণীর পরিবার রনির সঙ্গে বিয়ে হওয়ার বিষয়টি অস্বীকার করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

কামরুজ্জামান আল রিয়াদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।