গলায় গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে গলায় গামছা পেঁচিয়ে চন্দ্র শেখর সরকার (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে বাড়ির পাশে বেসরকারি সংস্থা এসডিএফ’র প্রবেশদ্বারে তিনি আত্মহত্যা করেন।

নিহত চন্দ্র শেখর সরকার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কোনো সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করছি মানসিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত বিষয়ও থাকতে পারে। আমরা তদন্ত করছি।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।