নাটোরে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:১২ পিএম, ০১ নভেম্বর ২০২০
ফাইল ছবি

নাটোরে পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নাটোর শহরের আমহাটি এবং লালপুরের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, আমহাটি এলাকার শাহজাহান মিয়ার ছেলে জুয়েল (৩০) ও লালপুর উপজেলার ইসলামপুর এলাকার আসকান আলী (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে নাটোর স্টেশনের অদূরে আমহাটি রেলক্রসিংয়ের কাছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জুয়েল।

স্থানীয়রা জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জুয়েল গত কয়েকদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দুপুরে মানসিক অবসাদ থেকেই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে নাটোরের লালপুর উপজেলার চংধূপইল ইউনিয়নের ইসলামপুর বাওড়া ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আসকান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নাটোর স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধারের জন্য রওনা হয়েছেন।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।