নিখোঁজের পরদিন ডোবায় মিলল ব্যবসায়ীর লাশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজের পরদিন আহমদ আলী শাওন (২২) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার মরড়া সড়কের পাশে নাগার্সিপুতা এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত আহমদ আলী উপজেলার কদমতলী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আহমদ আলী রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাকে খুঁজে পায়নি। পরে সন্ধ্যায় তার ছোট ভাই শাকিল শায়েস্তাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, আহমদ আলীর মৃগী রোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে। হয়তো তিনি ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস