লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য পান না ক্রেতারা, কালোবাজারে দেন ডিলার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৪ নভেম্বর ২০২০
গ্রেফতার সিরাজুল ইসলাম

সাতক্ষীরায় টিসিবির পণ্য সাধারণ মানুষের মাঝে বিতরণ না করে কালোবাজারে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলার সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৪ নভেম্বর) সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে পণ্য দেয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, টিসিবির পণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এরপরও পণ্য না কিনে বাসায় খালি হাতে ফিরতে হয়। কিছু মালামাল বিতরণের পর ডিলার সিরাজুল ইসলাম জানিয়ে দেন মালামাল শেষ হয়ে গেছে। তিনি পণ্য বিক্রি না করে কালোবাজারে বেশি দামে বিক্রি করেন।

পণ্যের বরাদ্দপত্র অনুযায়ী বুধবার তালিকায় চিনির পরিমাণ ৩০০ কেজি থাকার কথা থাকলেও দেখা যায়, চিনি রয়েছে ১৯৪ কেজি; ১০৬ কেজি কম। মসুরের ডাল ৭০০ কেজি থাকার কথা থাকলেও রয়েছে ২০২ কেজি; ৪৯৮ কেজি কম। পেঁয়াজ ৭০০ কেজি থাকার কথা থাকলেও রয়েছে ৪১৩ কেজি; কম ২৮৭ কেজি। সয়াবিন তেল ৮০০ লিটারের স্থলে রয়েছে ৭৪০ লিটার; কম ৬০ লিটার।

satkhira-tcb.jpg

টিসিবির পণ্য কালোবাজারে বেশি দামে বিক্রির অভিযোগে ডিলার সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়

অভিযুক্ত ডিলার সিরাজুল ইসলাম বলেন, মালামাল নিয়ে আসার পথে জেলা নাজির ও সিটি কলেজের মোড়ে কিছু লোকজনের মাঝে মালামাল দিয়ে এসেছি। ফলে নির্ধারিত মালামাল থেকে কিছু কম দেখাচ্ছে।

অন্যদিকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন বলেন, প্রতারণা ও নির্ধারিত মালপত্র কম পাওয়ার অভিযোগে টিসিবির ডিলার আয়ুব এন্টারপ্রাইজের মালিক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। অভিযানকালে সব পণ্যই কম পাওয়া গেছে। প্রতারক ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।