কুয়াকাটা সৈকতের উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:০৮ পিএম, ০৫ নভেম্বর ২০২০

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, কুয়াকাটা সৈকতের বালুক্ষয় রোধসহ সৈকতের উন্নয়নে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। খুব শিগগিরই পরিকল্পনা মন্ত্রণালয় হয়ে একনেকে প্রকল্পটি অনুমোদন হবে। কুয়াকাটা সৈকত প্রতিরক্ষা ও উন্নয়ন নামে এ প্রকল্পটির কাজ বাস্তবায়িত হলে কুয়াকাটা সৈকত হবে একটি দৃষ্টিনন্দন ও সেরা সমুদ্র সৈকত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে কুয়াকাটা সৈকতের বালু ক্ষয় এবং উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপমন্ত্রী উপজেলার ভাঙনকবলিত মহিপুর সদর ইউনিয়নের নিজামপুরের চার কিলোমিটার সিসি ব্লক দিয়ে প্রতিরক্ষার আশ্বাস দেন।

পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পটুয়াখালী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাজী সাঈদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।