স্বাস্থ্যবিধি না মানায় ১৮ পথচারীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১০ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গার জীবননগরে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে চলাচল করার অপরাধে পথচারীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ৩টায় পৌর শহরের টাইগার চত্বরের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আসা এবং মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জন পথচারিকে ২ হাজার ৪০ টাকা জরিমানা করা হয় এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য আদেশ প্রদান করেন।

mask2

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে পারে। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অব্যাহত থাকবে।

সালাউদ্দীন কাজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।