কুয়াকাটায় রাখাইনদের ‘কথিন চিম্বুক’ পালিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:১৭ এএম, ১১ নভেম্বর ২০২০

পটুয়াখালী উপকূলের অলঙ্কার খ্যাত রাখাইনদের ধর্মীয় অনুষ্ঠান ‘কথিন চিম্বুক’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মহিপুর থানার কালাচাঁনপাড়ার ঠাকুরবাড়ি আয়োজিত অনুষ্ঠানে কুয়াকাটা পৌরসভা ও লতাচাপলী ইউনিয়নে বসবাসকারী ৫ শতাধিক রাখাইনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে মূল মঞ্চে যাওয়ার পথে ধর্মীয় ঠাকুরকে নগদ টাকা, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন রাখাইন নারী-পুরুষরা।

ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাচাঁনপাড়া শাসনাসুক্ষাকারী বৌদ্ধ বিহারের ঠাকুর উ চোমানান্দা। প্রধান অতিথি ছিলেন পার্বত চট্টগ্রাম থেকে আগত উ চিলাম অংচা। প্রার্থনা অনুষ্ঠান শেষে রাখাইনরা তাদের ধর্মীয় ঠাকুরদের পোশাক উপহার দেন।

তেননান্ট রাখাইন বলেন, কথিন চিম্বুক আমাদের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবে এলাকার সবাই একত্রে খাবার খেয়ে আমাদের ধর্মীয় ঠাকুরকে পোশাক উপহার দেয়।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।